করোনার উপসর্গ নিয়ে শরীয়তপুরে এক নৈশ প্রহরির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলার ভেজেস্বর ইউনিয়নের নিজ বাড়িতে ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকদিন ধরে ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলে। কিন্তু গত সোমবার থেকে তার ডায়রিয়া শুরু হয়। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ওই বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। তারা মরদেহ দাফনের জন্য গঠিত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ