কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় বর্তমান চলমান করোনা সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী টিম ‘সংশপ্তক’। নাঙ্গলকোট উপজেলায় মোট ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৭টি ইউনিটে ১ হাজার ৭ শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে একটি পরিবারের চলার মত এক সপ্তাহের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
ত্রাণ সামগ্রিক মধ্যে ছিল চাল,আলু,তেল,ছোলা,সাবান ও আরো অন্যান্য সামগ্রী। এছাড়াও টিম ‘সংশপ্তক’ করোনা মোকাবেলায় আরো কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুরো উপজেলায় নিয়মিত জীবাণু নাশক প্রয়োগ,জরুরী চিকিৎসা সেবা প্রদান ছাড়াও আরো অনেক জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিম ‘সংশপ্তক’।
‘সংশপ্তক’র এর মূল উদ্দোক্তা এবং সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জহিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,সংশপ্তক'র মোট ৬৩৩ জন সাধারণ সদস্য এবং ৪১ জন ডাক্তার মিলে মোট ১৭ টি টিমে ভাগ হয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নাঙ্গলকোটের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন তাকে এই মহৎ কাজে সহযোগিতা করছে।
সংশপ্তক'`র উপদেষ্টা জাবেদ হোসাইন বলেন, ‘সংশপ্তক’ টিমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাএরা কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েক জনের নাম উল্লেখ করে তিনি বলেন, এদের একান্ত প্রচেষ্টায় আজ সংশপ্তক টিম তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। করোনা সংকট যতদিন চলমান থাকবে টিম ‘সংশপ্তক’ ততদিন তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ