করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। তাই বন্ধ হয়ে গেছে অনেকের আয়-রোজগার। নিম্নবিত্তদের পাশে দাঁড়াচ্ছে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান ও সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও সহায়তার হাত বাড়াচ্ছেন অনেকে। কিন্তু মধ্যবিত্তরা তাদের কথা কাউকে বলতে পারছেন না। সংকটে থাকলেও লোকলজ্জায় তারা প্রকাশ্যে কারও কাছে কিছু চাইতে পারছেন না।
রাজশাহীতে বিপাকে পড়া এমন মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে ‘কিছু করতে চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ। গোপনেই মধ্যবিত্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন গ্রুপের সদস্যরা। প্রকাশ করা হচ্ছে না কারও নাম-ঠিকানা এবং ছবি। যোগাযোগ করা হলে গ্রুপের দুই এডমিনও নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
তারা বলেছেন, গোপনে-নীরবে মানুষের কল্যাণে কাজ করতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। দুই এডমিন পেশায় ব্যবসায়ী। তারা জানিয়েছেন, প্রথম দিকে ‘কিছু করতে চাই’ গ্রুপ খুলে তারা নিজেরা কার্যক্রম শুরু করেন। পরে গ্রুপে থাকা তাদের বন্ধুরা এগিয়ে আসেন। এখন গ্রুপের আরও অনেকেই সহযোগিতা করছেন। গ্রুপে কেউ নিজের সমস্যার কথা মেসেজ দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
গ্রুপের একজন এডমিন বলছেন, নাম-পরিচয় গোপন থাকছে, ছবি তোলা হচ্ছে না দেখে অনেক মধ্যবিত্ত তাদের সমস্যার কথা জানাচ্ছেন। শুধু রাজশাহী মহানগরী নয়, জেলার প্রত্যন্ত এলাকা থেকেও তাদের কাছে মেসেজ আসছে। সহায়তা দিতে গিয়ে এমন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছেন, যা ভাবতেই পারেননি।
এডমিন জানান, করোনা পরিস্থিতির মধ্যেই তারা প্রায় সাত হাজার পরিবারকে চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। শুধু মধ্যবিত্তই নয়; গরীব, অসহায়, দুঃস্থ, দিনমজুরদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন তারা। এলাকার কোনো কোনো ব্যক্তি এদের কথা জানিয়ে সহায়তার অনুরোধ করছেন। তখন সাধ্যমতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তবে তাদের সামর্থ্যের চেয়ে চাহিদাই বেশি।
উদ্যেক্তারা জানিয়েছেন, ভয়াবহ এই সংকটে যদি তাদের সঙ্গে আরও কিছু বিত্তবান ব্যক্তি যোগ দেন তাহলে তারা আরও অধিকসংখ্যক মানুষের জন্য কাজ করতে পারবেন। তাই তাদের সঙ্গে সামর্থ্যবানদের যোগ দেয়ার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/ফারজানা