গাজীপুরের কালিয়াকৈর লকডাউনের মধ্যেও পৌরসভার নির্মাণাধীন কালভার্টের কাজ চলছে। শ্রমিকরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। গাদাগাদি করে শ্রমিকরা কাজ করছে, তাদের কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। যে কোন সময় ঝুঁকির সম্মুখীন হতে পারে ওই শ্রমিকরা।
ঠিকাদার হোসেন আলী জানান, ছোট ছোট দুইটি কালভার্টের কাজ চলছে। রাস্তা বন্ধ থাকার কারণে কাল কাজ শুরু করে দিয়েছি। রাস্তা খোলা হলে কাজ করা মুশকিল হয়ে যায় তাই শুরু করেছি। দুইদিন পরে আমরা লকডাউন করে দেব।
কালিয়াকৈর পৌরসভার নিবাহী প্রকৌশলী হরিপদ রায় জানান, দেশের এই সময়ে কালভার্টের কাজ করার তো কোন কথা না। আমি বিষয়টি এখনই দেখে ব্যবস্থা নিচ্ছি।
গত কয়েক দিনে গাজীপুরে ২৩ জন করোনাভাইরাসের শনাক্ত হওয়ায় ইতিমধ্যে গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ