কুমিল্লার লাকসামকে সম্পূর্ণ করোনামুক্ত রাখতে শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র ‘দৌলতগঞ্জ বাজার’ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ক্রেতাদের উপচেপড়া ভিড় ঠেকাতে ৯টি ওয়ার্ডে চালু করা হয়েছে বিকল্প ১৮টি বাজার।
স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আজ এসব বাজারের কার্যক্রম শুরু হয়েছে।
ক্রেতাদের সুবিধার্থে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিদিনই এ বাজার বসবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা