লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় কর্মহীন হয়ে পড়া দুস্থদের জন্য বিনামূল্যে সবজি বাজার বসিয়েছেন তরুণরা। প্রথমদিন এই বিনামূল্যে সবজি বাজার থেকে প্রায় ১৫০ পরিবার তাদের চাহিদা মত সবজি নিয়ে যান।
বুধবার দুপুরে উপজেলার বন্দর বাসস্ট্যান্ডে এ ফ্রি সবজি বাজার বসে। তবে এই চলমান ফ্রি সবজি বাজার সপ্তাহে তিনদিন খোলা থাকবে দুপুর ১ পর্যন্ত। এতে আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, শাক, করোলা, শসাসহ ১০ প্রকার সবজি রাখা হয়।
রাহাদ উর রাজী, নাজির আহম্মেদ, মনিরুজ্জামান মুন, ওমর ছানি, মনিরুল ইসলাম মীমসহ কয়েকজন তরুণ যুবকের উদ্যোগে এই বিনামূল্যে এই সবজি বাজার বসানো হয়েছে।
বিনামূল্যে সবজি নিতে আসা ভ্যানচালক আকবার আলী জানান, এই ভাইরাসে ভ্যান চালাতে না পেরে খুব হতাশ হয়ে পড়েছিলাম। তবে এখানে বিনা পয়সায় সবজি পেয়ে উপকৃত হলাম।
হাতীবান্ধা মহিলা কলেজের প্রভাষক ও সমাজসেবী নাজমুল কায়েস হিরু জানান, তরুণদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। আমাদের সকলের উচিত তাদের এই মহৎ কাজে স্ব-ইচ্ছায় এগিয়ে এসে স্বার্বিকভাবে সহযোগিতা করা।
এ বিষয় হাতীবান্ধা বন্দর কমিটির সভাপতি ও সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে তরুণরা এগিয়ে আসায় তাদেরকে সাধুবাদ জানাই।
বিডি প্রতিদিন/এনায়েত করিম