টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে স্বেচ্ছায় কাজ করবে আউচপাড়া হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন এর কর্মীরা। ৩৩ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী এই কর্মীরা করোনায় আক্রান্ত রোগী ছাড়াও গণসচেতনতা বৃদ্ধি, খাদ্য সরবরাহ ও সাধারণ রোগীদের বাড়িতে চিকিৎসক পৌছে দেয়াসহ বিভিন্নভাবে সেবা দিয়ে থাকবেন।
কয়েকদিন আগে আউচপাড়া মোল্লাবাড়ি এলাকায় ঠাণ্ডা, জ্বর ও শ্বাসকষ্টে সাকিব নামে এক কিশোরের মৃত্যু হয়। করোনা সন্দেহে তার পরিবারের স্বজনরা কেউ কাছে আসেননি এবং দাফনের ব্যবস্থাও করেননি। পরে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন করোনা স্বেচ্ছাসেবী কর্মীরা ৪৭নং ওয়ার্ড মরকুন কবরস্থানে সাকিবের দাফনের ব্যবস্থা করেন।
স্থানীয় বাসিন্দা ওষুধ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, করোনায় মৃত ব্যক্তিদের পাশে কেউ দাঁড়াতে চায় না। হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন এর উদ্দ্যোগে ৩৩ করোনা স্বেচ্চাসেবী নিজের জীবনের কথা না ভেবে করোনায় মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা করবে, এটা বিরল ঘটনা।
এ ব্যাপারে হাজী কছিমউদ্দিন ফাউন্ডিশন এর চেয়ারম্যান এমএম হেলাল উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা সবাই মানুষ অথচ করোনায় আক্রান্ত হলে কেউ খোঁজ-খবর নেন না, কেউ মৃত ব্যক্তির কাছে আসেন না। তাই আমরা ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে। টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় করোনারোগীসহ সব ধরনের রোগীদের সেবা প্রদান এবং অসহায়দের মাঝে খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া ফেসবুকে একটি হট লাইন নাম্বার দেয়া হয়েছে এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের সেবা পৌছে দেয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ