ফরিদপুরে করোনা রোগে মৃত্যুবরণকারীদের দাফন-কাফনে অংশ নেয়ার জন্য ২৪ জন তরুণ আলেমের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কওমী মাদ্রাসার এসব তরুণ আলেম স্বেচ্ছায় এই টিম গঠন করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এই টিমের অনুমোদন দিয়েছেন।
এই টিমের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে রয়েছেন হাফেজ মাওলানা আবু নাসির, হাফেজ মাওলানা খবির উদ্দিন, মাওলানা শেহাবউদ্দিন, মাওলানা আবুল আহাদ সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান (পিপিএম সেবা) তরুণ আলেমদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,
প্রত্যেক থানাতে এ কাজের জন্য পাঁচজন পুলিশ সদস্যকে নিয়ে বিশেষ টিম রয়েছে। তাদের সাথে এই টিম কাজ করবেন।
টিমের সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী বলেন, নবী (সা.) এর কোন উম্মত যাতে মৃত্যুর পর শরিয়ত সম্মতভাবে দাফন-কাফনের হক হতে বঞ্চিত না হন সেজন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। আমরা করোনায় আক্রান্তদের গোসল, জানাযা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার