মেহেরপুরে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হালিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী ইজারুল ইসলামও আহত হয়েছেন। বুধবার সকালে মহাজনপুর সড়কের কোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইজহারুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, কোমরপুর গ্রামের ফজলুর ছেলে ইজহারুল ইসলাম খোকন তার স্ত্রী হালিমা খাতুনকে নিয়ে মোটরসাইকেল যোগে রায়পুর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কোলা গ্রামে বিপরীত দিকথেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলে থাকা ইজারুল ও হালিমা ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে হালিমা খাতুন নিহত হন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে ইজারুলকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ইজিবাইক চালক ইজিবাইকটি ফেলে পালিয় যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল