বগুড়ার আদমদীঘির কেশরতা গ্রামে পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেশরতা গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কেশরতা গ্রামের ভ্যান চালক হোসেন আলীর মেয়ে প্রতিবন্ধী সুমাইয়া খাতুন (৭) দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের পুকুর পড়ে খেলতে যায়। এরপর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে শিশুটির বড় বোন তাকে উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম