ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী গ্রামে জুয়া খেলায় বাধা দেয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শফিক মিয়াকে (৩২) কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে পহেলা বৈশাখ উপলক্ষে যুবদলের ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়া জুয়া খেলার আয়োজন করতে তাতে বাধা দেন শফিক। এতে জুয়ারিরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। মঙ্গলবার সন্ধ্যায় ৭ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় এজহার জমা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল