ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছরিলদা গ্রামে করোনার উপসর্গ নিয়ে শাহিন মাতুব্বর (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। শাহিন ওই এলাকার হারুন মাতুব্বরের মৃত্যু। করোনার উপসর্গ নিয়ে বাড়িতেই তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
শাহিনের প্রতিবেশী লাবু মোল্লা জানান, শাহিন ১০ দিন আগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার গ্রামের বাড়িতে আসে। সে ঢাকায় ফুটপাতে চটপটি বিক্রি করতো। তার জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করা হয়। চেয়ারম্যান লাশ দ্রুত দাফনের কথা বলেন।
চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন জানান, শাহিনের করোনার উপসর্গ ছিল তা তার পরিবার গোপন করে রেখেছিল। ভাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার রকিবুর রহমান খান জানান, মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। এছাড়া বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে।
এদিকে, ফরিদপুরের নগরকান্দায় দুইজনের শরীরে করোনা পজিটিভ হওয়ায় নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩ জনকে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮৪১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ২০ জনের। সর্বমোট ৮১ জনের নমুনা পাঠানো হয়েছিল। এরমধ্যে ৫৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল