গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কর্মহীন তিন’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার। মঙ্গলবার দিনব্যাপী সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি কর্মহীনদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার বলেন, এটা ত্রাণ নয়, আমার পক্ষ থেকে এটা উপহার। করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দি কর্মহীন ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে এ উপহার দেওয়া হয়েছে। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। মানুষ মানুষের জন্য। তাই, কর্মহীন ও অসহায় মানুষের জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি সামাজিক দূরুত্ব বজায় রেখে সবাইকে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান।
এসময় উপস্থিত থেকে বিতরণে সহযোগিতা করেন গাজীপুর জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক মিলন আহম্মেদ, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাঈম মাহমুদ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান, পারভেজ মোশাররফ, আশিক শেখ, আনোয়ার পারভেজ, আরফিন জিয়া, রাসেল সরকার ও কায়সার আহম্মেদ মনির।
বিডি প্রতিদিন/এনায়েত করিম