করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজস্ব তহবিল থেকে তার নির্বাচনী এলাকার ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর আগে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মোবাইলের মাধ্যমে সবার উদ্দ্যেশ্যে বলেন, সরকার করোনা মোকাবিলাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যেন একজন মানুষও অভুক্ত না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।
যারা ঢাকা-নারায়নগঞ্জ থেকে এসেছেন তাদেরকে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান এবং বলেন আপনাদের বাড়িতে খাবার পৌঁছে যাবে।
বুধবার সকালে এসব ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, এসিল্যান্ড জাহাঙ্গীর আলম, ওসি মো. আরজু সাজ্জাদ , দলগ্রাম ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, দলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ছোটন, প্রভাষক মনিরুজ্জামান কাঞ্চন প্রমুখ।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, মসুর ডাল আধা কেজি ও লবণ আধা কেজি। এসব খাদ্যসামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে রিকশা, অটো রিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানদার, গৃহকর্মী, নৈশ প্রহরী ও শ্রমিকসহ দরিদ্র-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। আগেই উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ৫ হাজার পরিবারের তালিকা তৈরি করেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে, মঙ্গলবার আদিতমারী উপজেলাতেও ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম