নেত্রকোনার জেলার পূর্বধলা উপজেলার হোগলা বাজার থেকে স্থানীয় মানুষের সহযোগিতায় ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পূর্বধলা ইউএনও আজ বুধবার সকালে এসব চাল উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে কুলসুম জানান, চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
ইউএনও জানান, সকালে উপজেলার হোগলা চৌরাস্থা মোড়ের বাজারে দুটি মোটরসাইকেলযোগে পরিবর্তীত চারটি বস্তায় চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় মুক্তিযোদ্ধাসহ অন্যরা আটক করে। পরে স্থানীয় রাজিব নামে একজন প্রভবশালী নেতা তাদেরকে মারধর করে মোটরসাইকেল চালকদের ছিনিয়ে নিয়ে যায়। এরপর এই চালের সূত্র ধরে বাজারের আতিকুল সরকারের সরকার ট্রেডার্স নামক একটি রাইসমিলের গুদাম থেকে ১৫ বস্তা, হোগলা শহরআলীর ছেলে কাশেম এর বাড়ি থেকে ৮বস্তা চালসহ মোট ২৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
আইনি কোন ব্যাবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে ইউএনও আরো জানান, যেহেতু কাউকে পাওয়া যায়নি তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারিনি।
বিডি প্রতিদিন/হিমেল