মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতরা শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে উভয়পক্ষই শিবচর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচর পৌরসভাধীন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম শেখ সমর্থক ও একই এলাকার আওয়ামী লীগ সমর্থক মালেক কাজির সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ওই বিরোধের জেরে সেলিম শেখ ও মালেক কাজির সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের ৬জন আহত হয়। আহতরা শিবচর ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ বুধবার দুপুরে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেন।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল