বগুড়ার সোনাতলার পাকুল্লা উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ মোমেনা মোন্তাজ ফাউন্ডেশনের অর্থায়নে কর্মহীন দুই হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সৈয়দ মোমেনা মোন্তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামলের ব্যক্তিগত অর্থায়নে সোনাতলা উপজেলার দুইহাজার কর্মহীন মানুষের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল বিতরণ করা হয়।
কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক জুলফিকার হায়দার টিটো, পাকুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, মুক্তিযোদ্ধা কমান্ডার নওবালী মন্ডল, ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের এরিয়া ম্যানেজার জাকিউল আলম জেলিস, ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের ফ্যাক্টরী ম্যানেজার মোস্তাক আহমেদ কবি, সাংবাদিক বদিউদ-জ্জামান মুকুল, কৃষক লীগ নেতা নাহিদ হাসান, শহিদুল ইসলাম, রশিদুল ইসলাম, ফারুক মিয়া প্রমুখ।
এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের দেয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিপিই ও মাস্ক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও নিকট গত মঙ্গলবার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান লিমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, গাইবান্দা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক রুহুল আমিন হিরু।
বিডি প্রতিদিন/আরাফাত