করোনা সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশ বাস্তবায়নে বরিশালও আজ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা পুলিশের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী র্যাবের সহায়তায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই পৃথক অভিযান পরিচালনা করেন।
মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত নগরীর ভাটিখানা বাজারে অপ্রয়োজনে বিউটি পার্লার খোলা রেখে জনসমাগম করায় ওই পার্লার মালিককে ২ হাজার, স্বর্ণকারের দোকান খোলা রাখায় ওই দোকানীকে ৫শ’ টাকা, বাজার রোডে সুতার দোকান খোলা রাখায় ওই দোকানীকে ২ হাজার টাকা, কাঠপট্টিতে একটি ইলেক্ট্রনিক দোকান খোলা রাখায় ওই দোকানীকে ৪ হাজার টাকা এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় দুইজন মোটর সাইকেল আরোহীকে ৫শ’ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় করোনা সংক্রামন এড়াতে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করেন নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত।
অপরদিকে মো. আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত নগরীর লাইন রোডে একটি ডিমের দোকান খোলা রাখায় ওই দোকানীকে ৫শ’ টাকা জরিমানা করেন। এছাড়াও আতাউর রাব্বীর ভ্রাম্যমান আাদালত নগরীর নথুল্লাবাদ, চৌমাথা এবং আমতলা এলাকায় ঘুরে জনগনকে নিজ নিজ বাসায় থাকা সহ সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলতে উৎসাহিত করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার