নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে হবিগঞ্জে প্রবেশকালে ৮৪ জনকে আটক করা হয়েছে। গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে সদর আধুনিক হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়েছে। একাধিক ট্রাক থেকে তাদের আটক করা হয়। তাদের মাঝে মহিলা ও শিশুও রয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি ট্রাকে করে মহিলা ও শিশুসহ ৬৫ জন লোক বানিয়াচং উপজেলার সুজাতপুরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসআই ধ্রæবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ধাওয়া দিয়ে তাদের খাগাউড়া এলাকা থেকে আটক করে।
সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, অপর একটি ট্রাকে করে ১৯ জন নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে আসার সময় পুলিশ তাদের নিজামপুর এলাকা থেকে আটক করে। রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতো।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, রাতে ৮৪ জনকে আটক করে পুলিশ সদর আধুনিক হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দিয়েছে। যেহেতু সংখ্যায় অনেক বেশি তাই তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আর যেহেতু এখন দেশের সবচেয়ে আক্রান্ত এলাকা ঢাকা এবং নারায়ণগঞ্জ তাই তাদের পরীক্ষা করাটাও অত্যন্ত জরুরি। এসব এলাকা থেকে কেউ এলেই তাদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন