গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে জুয়াখেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় হত্যা মামলা ও ১০ পুলিশ আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ শতাধিক লোককে আসামি করা হয়েছে। গ্রেফতার এড়াতে বনগ্রাম এখন অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ করা হয়েছে।
গত ১৩ এপ্রিল সদর উপজেলার বনগ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আজর ফকির (৫০) নিহত ও ১০ পুলিশ সদস্য আহতের ঘটনায় গোপালগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। নিহত আজর ফকিরের ভাই খলিল ফকির বাদি হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১শ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাহ উদ্দিন বাদি হয়ে বনগ্রামের উভয় পক্ষের ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে ১০ পুলিশ সদস্য আহতের ঘটনায় মামলা দায়ের করেছেন।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বনগ্রামের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন