হবিগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ১৭ থেকে ২০ এপ্রিল হবিগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের সর্বত্র প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময় ভারতের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যেও বৃষ্টিপাত হতে পারে। ফলে এ সময় পুরো বিভাগে আগাম বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি জানিয়েছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত।
তিনি বলেন, যেহেতু সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হবে তাই নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাবে। এতে হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আগাম বন্যা দেখা দিতে পারে। তাই কৃষকদের প্রতি অনুরোধ যেন তারা দ্রুত পাকা বোরো ধান কেটে নেন। না হলে নিম্নাঞ্চলের বোরো জমি পানিতে তলিয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল