নজরুল (ছদ্মনাম) নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা। করোনার কারণে ঘরে বসে থাকতে হচ্ছে তাকে। অনটনের কথা কাউকে বলতে পারছেন না, চেয়ে নিতে পারছেন না সহযোগিতা। ছাত্রলীগের নম্বরে কল দিয়ে গোপনে পেয়েছেন খাদ্য সামগ্রী। এমনি ভাবে গোপনে সহায়তা দিচ্ছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা। জেলার ৭টি উপজেলায় পর্যায়ক্রমে মোবাইল ফোনের মাধ্যমে জেনে সহযোগিতা করছেন তারা।
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেল জানান, ‘ দেশ ও জাতির সকল সংকটময় মুহূর্তে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। তেমনি করোনা মহামারীতে দরিদ্রদের পাশে থাকছে ছাত্রলীগ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক বলেন, ‘ অনেকে লজ্জায় কোথাও সহযোগিতার জন্য যেতে পারেন না। ফোন পেয়ে আমরা তাদের সহযোগতা দিযে আসি। সেখানে ফটোসেশন করা হযনা। কুমিল্লা উত্তর জেলার সবকয়টি উপজেলার হ্যালো ছাত্রলীগের আওয়াত আনার চেষ্টা করছি। কুমিল্লা উত্তর জেলার লোকজন কল করলে মিলবে 'হ্যালো ছাত্রলীগ’র সহযোগিতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার