নরসিংদীর বেলাবতে মহামারী নোভেল করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনে বন্দি নিম্ম ও নিম্ন মধ্যবিত্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধুকুন্দি ক্যাডেটকোর উচ্চ বিদ্যালয় মাঠে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে জেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ভাস্কর শিল্পী অলি মাহমুদ ও ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমদের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পরে প্রত্যেক পরিবারের জন্য ৫ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি তৈল,১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, সার্জিক্যাল মাস্ক ও সাবানসহ প্যাকেট কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্যরা এলাকার নিম্ম ও নিম্ন মধ্যবিত্ত তিন শতাধিক পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সম্পাদক ও কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর অলি মাহমুদ, ধুকুন্দি ক্যাডেটকোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারিক, স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জগত প্রধান, পুলিশিং কমিটির সভাপতি আক্তার হোসেন, সোহাগ মাস্টার,আলম আহমেদসহ প্রমুখ।
জেলা আওয়ামী যুবলীগের সম্পাদক ও কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর অলি মাহমুদ বলেন, যে সমাজে বড় হয়েছি, সে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের এ ক্রান্তিলগ্নে এ মানুষগুলোর পাশে থাকতে পাড়াটা আনন্দের ও নৈতিক দায়িত্ব। সেইসাথে যার যার সামর্থ্য অনুযায়ী নিজের আশেপাশের অসহায় মানুষদের জন্য কিছু হলেও করা প্রয়োজন। এতে তাদের মুখে যে হাসি ভেসে আসে তাই আমাদের বড় প্রাপ্তি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন বলেন, মহামারী নোভেল করোনাভাইরাস রোধে সকলে সরকারের দেয়া নিয়মনীতি মেনে চলুন। সবাই মাস্ক ব্যবহার করবেন, সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটেরাইজার দিয়ে ঘন ঘন হাত ধৌত করবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সকলের সম্মিলিত সহযোগীতার মাধ্যমে আমরা করোনাভাইরাস মোকাবেলার যুদ্ধে জয়লাভ করবো।
বিডি প্রতিদিন/এনায়েত করিম