যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে সাব্বির আহমেদ রাসেল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ভাই আল-আমিনকেও কুপিয়ে গুরুতর আহত করে তারা। আশংকাজনক অবস্থায় আল আমিনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে রাতেই সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
নিহত সাব্বির আহমেদ রাসেল সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সালেক আলীর ছেলে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহতের পিতা আবু সালেক আলী বলেন, বুধবার রাত ১১টার দিকে দুই ছেলেকে নিয়ে তিনি বালিয়া ভেকুটিয়া শ্মসানপাড়ায় তার নিজবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবুসহ কয়েকজন মোটরসাইকেলে সেখানে বেপরোয়াভাবে চলাচল করায় তার ছেলে সাব্বির আহমেদ রাসেল তাদেরকে ধমক দেন। এর কিছুক্ষন পরই দুর্বৃত্তরা দলবলসহ সেখানে গিয়ে রাসেল ও আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রাসেল ও আল আমিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই রাসেলের মৃত্যু হয়। আল আমিনের অবস্থাও গুরুতর। সে কারণে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ