করোনা সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বৃহত্তম পুরাতনবাজারটি প্রায় ১কিলোমিটার দূরে নতুন স্টেডিয়ামে স্থানান্তর করায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিমত পাইকারি বাজারটি স্থানান্তর করে খুচরা বাজারটি আগের স্থানেই বসানো হলে জনদুর্ভোগ কমবে।
এদিকে জনসমাগম রোধে বাজারটি স্থানান্তর করা হলেও কোনক্রমেই জনসমাগম কমছে না। বরং সেখানেও ক্রেতা-বিক্রেতারা একে অপরের গা ঘেষে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেচাকেনা করছেন।
প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও ক্রেতারা সেদিকে ভ্রুক্ষেপ একেবারে করতো না। তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতেন। এতে করে করোনা সংক্রমণ ছড়ানোর আশংকা দেখা দেয়। অবশেষে পুলিশ প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখতে অস্থায়ী ভত্তিতে সমস্ত কাঁচাবাজারটি শহরের শিবতলা এলাকার ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়াম সংলগ্ন ফাঁকা জায়গায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন।
এ প্রেক্ষিতে বুধবার থেকে সেখানে বাজার বসানো হয়েছে। তাদের ধারণা জায়গাটি বিশাল হওয়ার ফলে ক্রেতারা সামাজিক দূরত্ব নিশ্চিতে বাজার সারতে পারবেন। এদিকে সেখানে করোনা সংক্রমণরোধে বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলতে সরকারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন প্রচারণা চালালেও ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব রয়েই গেছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়া হলেও করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখছে না ক্রেতাসহ বিক্রেতারা। অস্থায়ী বাজারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে ভিড় এড়াতে ক্রেতাদের এ অস্থায়ী বাজারে কাঁচা তরকারি ক্রয় করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, স্বল্প সময়ের ব্যবধানে বাজারটি স্থানান্তরিত হওয়ার কারণে সাময়িক কিছু সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং হাত ধোয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কাঁচাবাজার চালু থাকবে বলেও জানান তিনি।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, নিরাপদে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারে, সেজন্য কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা কার্যক্রমের উদ্যোগে নেয়া হলেও মানুষ সতর্ক হচ্ছে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন