টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে গতকাল বুধবার (১৪ এপ্রিল) রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী (২১) মারা গেছেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর শ্বশুরবাড়ি ঘাটাইল উপজেলার গাঢ়বাজার এলাকায়। তিনদিন আগে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তিনি জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যাথা ও পাতলা পায়খানায় ভুগছিলেন।
তিনি আরও জানান, গতকাল বুধবার বিকেলে তার নানা তাকে পিতার বাড়ি সখীপুরের কালিয়া উত্তরপাড়ায় নিয়ে আসেন এবং সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে তার নমুনা সংগ্রহের জন্য। ঢাকায় নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, ওই নারীর মৃত্যুর পর পিতার বাড়ির সবাইকে অর্থাৎ যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ