ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি বাজারের কাঁচা বাজার বড় মাঠে স্থানান্তর করেছে প্রশাসন। ১২ এপ্রিল থেকে বড়মাঠে কাঁচা বাজার বসায় বেশ সুফল পাচ্ছে সাধারণ মানুষ।
মাঠটি অনেক বড় হওয়ায় দোকানও বসেছে বেশ দূরত্ব নিয়ে। লোকজন শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে। তাছাড়া এটা এক ধরনের প্রচারের কাজেও লাগছে। সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে।
বড়মাঠে কাঁচা বাজার স্থানান্তরের ব্যাপারে সুজন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে বলেন, এই সিদ্ধান্ত একটি সঠিক সিদ্ধান্ত। মানুষ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে দেখে খুব ভালো লাগছে।
সবজি দোকানদার মুরাদ, পারভেজসহ অনেকে জানান, তাদের বিক্রি ভালো হচ্ছে। তবে হঠাৎ বৃষ্টি নামলে অসুবিধা হবে। বুধবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় অসুবিধা হয়েছে বেশ।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, শহরের কালিবাড়ি বাজারে জায়গা কম। ইচ্ছা থাকলেও মানুষ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারেন না। তাই সব দিক চিন্তা করে বড় মাঠে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। মাছ, মাংস ও মুদি দোকানগুলো আগের মতো কালিবাড়িতেই থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম