বেশ কিছুদিন যাবত ঘরে খাবার না থাকায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের গরিব অসহায় দুস্থ কর্মহীন মানুষ। কাজ নেই, খাবার নেই, সরকারি ত্রাণ দেওয়ার কথা থাকলেও এখনো কারো ঘরে কোন প্রকার ত্রাণ পৌঁছায়নি।
বৃহস্পতিবার সকালে মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দুই শতাধিক নিম্ন আয়ের কর্মহীন মানুষ। এ সময় আরও উপস্থিত ছিল শিশু ও মহিলারা।
তাদের একটাই দাবি বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন অন্তত তার ব্যবস্থা করুক সরকার। পরে পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করে। বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তারা জানায় আমাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথা থাকলেও সেই খাবার কেউ দিচ্ছে না। আমাদের কর্ম নেই, কাজেও যেতে চাইলে পুলিশে বাধা, তাহলে আমরা কি করে খাবার আনবো। আমাদের ঘরে খাবার দেওয়া হোক আর তা না হলে আমাদের বিষ দিক, আমার সেটা খেয়ে মরে যায় ক্ষুধার যন্ত্রণা ভাল লাগে না।
করোনার কারণে বের হতে বারণ করছে আমরা আজ রাস্তায় বের হতে বাধ্য হয়েছি। আমার ইউনিয়নে যত জনসংখ্যা আছে সে পরিমাণ ত্রাণ আমি পাইনি। সবাইকে দেওয়ার মত ত্রাণ পাইনি।
মস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস মল্লিক জানান, আমাদের কাছে ত্রাণ আসলেতো আমরা ত্রাণ দেবো। আমার ইউনিয়নে অনেক জনগণ সবাইকে ত্রাণ এখনো আসেনি। আসলে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন