মেহেরপুরের মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের নিজ অর্থয়নে ৪ শ' অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। আজ সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আযুব হোসেন ও ইউপিসদস্যরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের বাড়ি বাড়ি যেয়ে খাদ্র সামগ্রী পৌঁছে দেন।
ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, আমরা নির্বাচনের সময় যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছি ঠিক সেভাবেই ইউপি সদস্যদের সাথে নিয়ে আমাদের নিজ অর্থায়নে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেব। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন, যে কোন বেক্তি না খেয়ে থাকবে না। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানের পাশাপাশি আমাদের বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিজ অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার