বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলের আইসোলেশনে রংপুরের করোনা রুগী (৪৫) চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন। বুধবার রাতে তার টেস্ট রিপোর্টে নেগেটিভ এসেছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, বৃহস্পতিবার তার আবারো টেস্ট করার জন্য নমুনা রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট নেগেটিভ হলে তার ছাড়পত্রের ব্যবস্থা করা হবে। এই আইসোলেশনে এখন ৬ জন শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছে। বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন এখন ৯২৭ জন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলের তত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রংপুরের ওই ব্যক্তি এই হাসপাতালে সুস্থ হয়ে উঠেছেন। তার কয়েক দফা টেস্ট শেষে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া হাসপাতালে তার পুরোদমে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার আবারো তার নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছে। তিনি জানান, ২৯ মার্চ বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে ট্রাক থেকে ওই ব্যাক্তিকে মহাস্থান বাসস্ট্যান্ডে নেমে দেয়া হয়। পরে তাকে পুলিশ সদস্যরা উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ও পরে আইসোলেশন কেন্দ্রে ভর্তি করে দেয়। ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বলা হয় সে করোনায় আক্রান্ত। তারপর টানা কয়েকদিনের চিকিৎসায় সে এখন সুস্থ। এক বার নেগেটিবের পর দ্বিতীয়বার নেগেটিভ এলে তাকে ছাড়পত্র দেয়া হবে। তবে দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষার পর তাকে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রেখে ছাড়পত্র দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হবে। হাসপাতালে মোট ৬ জন রুগী আছে। তারাও চিকিৎসায় বেশ সুস্থ হয়ে উঠেছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা হয়, জেলায় এখন হোম কোয়ারেন্টাইনে ছিল ১৯১৬ জন এরমধ্যে ছাড়পত্র পেয়েছে ৯৮৯ জন। এখন আছে ৯২৭ জন। নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছে ৪৫৫ জন। আর নতুন করে ছাড়পত্র পেয়েছে ৩৭ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার