হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের আওতাধীন পরিবহনগুলোর কর্মহীন ৪ হাজার পরিবহন শ্রমিকদের মাঝে নগদ ১৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এসব টাকা বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক শ্রমিকদের হাতে নগদ ৩০০ টাকা তুলে দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. সজিব আলী। এ সময় উপস্থিত ছিলেন শাহ হাবিবুর রহমান আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাজু, সদস্য সেলিম আহমেদ, আব্দুল আজিজ, আহমেদ চৌধুরী ছায়েদ, ইকবাল আহমেদ, ফরিদ মিয়া, মোজাম্মেল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার