১৬ এপ্রিল, ২০২০ ১৯:২৬

কুড়িগ্রামের উলিপুরে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করে শতাধিক নারী-পুরুষ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উলিপুর-রাজারহাট রাস্তা অবরোধ করে রাখেন তারা। পরে উলিপুর সহকারী কমিশনার (ভূমি) পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরবর্তীতে সঠিক তালিকা অনুযায়ী ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ তুলে নেয়া তারা।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির অবরোধের কথা স্বীকার করে বলেন, পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সঠিক তালিকা অনুযায়ী ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর