করোনার কারণে দুঃস্থ নারী মুক্তিযোদ্ধাদের খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ ও এনডিসি মো. মুরাদ হোসেন বীরমাতাদের বাসায় গিয়ে তাদের হাতে খাবার সামগ্রী তুলে দেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বীরমাতাদের বাসায় গিয়ে খাদ্য সহায়তা দেয়া বীরমাতাদের মধ্যে আনন্দঅশ্রু বয়ে যায়। এসময় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, এই মহাদুর্যোগে নারী মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধা এবং প্রত্যক দুঃস্থ মানুষকে জেলা প্রশাসন খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন এবং সহায়তা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার