পটুয়াখালীর বাউফলে শারীরিক দূরত্ব বজায় রেখে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এ কৃষি প্রনোদনার উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন করোনাভাইরাস সম্পর্কে সকলকে সচেতন করেন।
জানা যায়, উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা কর্মসূচি কৃষি পুনর্বাসন বাস্তবায়ন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে ইউনিয়ন ভিত্তিক কৃষি পরিবারের উপর ভিত্তি করে বিভাজন করেছে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
উপজেলা কৃষি অফিস সরকারিভাবে প্রায় ২৫ লক্ষ টাকার কৃষি প্রনোদনা পায়। উপজেলার সকল ইউনিয়নে ২ হাজার ৭শ কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ কালাইয়া ইউনিয়নে ১৩০ জন কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা দেওয়া হয়। এ প্রনোদনায় প্রতি কৃষক পাবে ৫ কেজি ধান, ২ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন