করোনাভাইরাসে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে রাজবাড়ীতে আরো একটি ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্য সেবা চালু করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম।
৪ এপ্রিল রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) এলাকা মিলে একটি ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা অপ্রতুল হবার কারণে শুধুমাত্র বালিয়াকান্দি উপজেলার জন্য আলাদা একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে বলে নিশ্চত করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার জানান, লকডাউনের কারণে যদি কেউ হাসপাতালে আসনে না চায় অথবা বাসায় বসে চিকিৎসাসেবা গ্রহণ করতে চায় তবে রোগীরা প্রয়োজনে ০১৭৯৮-৬২৭৩৩৬ এবং ০১৮১৬-৮৭১৬২০ নাম্বারে ফোন করে অবহিত করে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা রোগীর বাড়িতে পৌঁছে যাবে।
ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোন বাড়ি গিয়ে কোন রোগীকে স্বাস্থ্য সেবা দিতে পারিনি। তবে আমরা সব সময় সেবা দেবার জন্য প্রস্তুত আছি।
বিডি প্রতিদিন/আল আমীন