কুড়িগ্রাম জেলা কারাগারের বন্দীদের জন্য করোনা মোকাবিলায় বেশকিছু সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা কারাগারের জেল সুপার কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ দলীয় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। তিনি কারাগারে ৫টি সিলিং ফ্যান, অর্ধশতাধিক সার্জিক্যাল মাস্ক ও ১০ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করেন।
এ সময় জেলার লুৎফর রহমান, ডেপুটি জেলার সাইফুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব আলী মোল্লা, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, প্রভাষক শাহীনুর আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন