নাটোরে নতুন আরও ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ ওই ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
নতুন এই ২০ জনের নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, এর আগে জেলায় মোট ৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এর মধ্যে ৬৩ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকি ২৯ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
এদিকে নাটোরে সংগৃহীত রামেক হাসপাতালে নমুনাপাঠানোর পর রিপোর্ট দেরিতে আসায় নমুনা দাতাদের অনেকেই শংকিত হয়ে পড়েছেন। করোনা সংক্রমিত হওয়ার শংকায় রয়েছেন কেউ কেউ।
বিডি প্রতিদিন/এ মজুমদার