করোনাভাইরাস প্রতিরোধে নৌপথের নিরাপত্তায় দৌলতদিয়া পাটুরিয়া-নৌপথে জনগণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করার জন্য পদ্মা নদীতে নৌ পুলিশের টহল টিম নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পুলিশ ফাঁড়ির ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অমিত চৌধুরী।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, করোনাভাইরাসে সংক্রমণ রোধের জন্য পদ্মা নদীর পাটুরিয়া, চরশিবালয়, আলোকদিয়ার চর, ঢালারচর ও আরিচাসহ বিভিন্ন স্থান দিয়ে ছোট নৌকায় করে যাত্রী পারাপার হয়ে আসছিলো। সেটি প্রতিরোধ করতেই পদ্মা নদীতে নৌ পুলিশের টহল টিম নামানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন