কুড়িগ্রামে করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ও নারী ক্রীড়া সংগঠক রেহানা পারভীনের নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রামের নিজ বাসভবনের পাশে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২শ কর্মহীন নারী-পুরুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন জাতীয় দলের নারী ফুটবলার ও কুড়িগ্রামের কৃতি সন্তান রেহানা পারভীন। এ সময় তার বড় বোন সাথে উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা ও সবজি।
বিডি প্রতিদিন/আল আমীন