করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কার্যক্রম আগামী ১৮ এপ্রিল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হবে। ইতিমধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ পিসিআর (পলিমার টেইন রি-অ্যাকশন) মেশিন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল। এখন শুরু হয়েছে ল্যাব টেকনিশিয়ানদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম।
অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল জানান, এপ্রিলের প্রথম দিকে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর স্থাপনের কাজটি খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য একটি কক্ষকে প্রস্তুত করা হয়। সেখানে ৪টি ইনক্লোজার, সিলিং এবং পাশাপাশি দুটি টয়লেটসহ অন্যান্য নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
এরপর গত ৮ এপ্রিল পিসিআর যন্ত্র এসে পৌঁছে এবং তা স্থাপনের কাজ শুরু হয়। পিসিআর মেশিন স্থাপন হয়েছে এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ চলছে। কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে। টেকনিশিয়ানদের কিছু কাজ আছে। তাদের কাজ শেষ হলে আগামী শনিবার থেকে আমরা পরীক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রতি ৬ ঘন্টায় ৯০টি পরীক্ষা করা যাবে।
বিডি প্রতিদিন/আল আমীন