পৃথক দুই অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে দুই জনের কাছ থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় জরিমানার এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া দূর্গা মিল ক্যাম্পের আব্দুল ফারুকের ছেলে সহিদ হোসেন তাজ (২৮) ও শহরের বাজার এলাকার চাল ব্যবসায়ী ইয়াসিনের ছেলে শামিম হোসেনের (৩০) কাজ থেকে জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্য সহায়তা দেবার নামে হাতিখানা ক্যাম্পে গিয়ে তাজ ১৩ জনের কাছ থেকে ১শ করে টাকা আদায় করেন। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তার পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এদিকে চাল ব্যবসায়ী শামিম নষ্ট চাল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার পরিমল কুমার সরকার বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক খালেদ ফিরোজ নয়ন ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) নুর আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন