ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় স্থানীয় এমপি বজলুল হক হারুনের পক্ষ থেকে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আকন্দের হাতে এ খাদ্যসামগ্রী বিতরণের জন্য তুলে দেওয়া হয়েছে বলে জানান রাজাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান। পরে তালিকাভুক্ত উপজেলার প্রতিটি ঘরে ঘরে গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন