চিকিৎসকদের সুরক্ষার জন্য বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের মাঝে চিকিৎসাসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি সুলতানা নাদিরা।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ’র হাতে এমপি নাদিরা সুলতানার পক্ষে ৩০ পিপিই, ১টি নেবুলাইজার মেশিন, প্রটেকশন চশমা ২টি, হ্যান্ড স্যানিটাইজার ২৭০পিস ও ২শ’ মাস্ক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহেল ও নজমুল হক রিয়াজ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, এ সময় চিকিৎসাসামগ্রী চিকিৎসকদের খুবই প্রয়োজন। দুঃসময়ে চিকিৎসকদের পাশে থেকে চাহিদা মেটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/কালাম