জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৪০টি পরিবার। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার পংঙ্কজ বড়ুয়া পৌর এলাকার কাজীপাড়া, মেড্ডা, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, উত্তর মৌড়াইলসহ বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে বাড়িতে গিয়ে তাঁদের খাবার পৌঁছে দেন।
এসময় সদর ইউএনও পংঙ্কজ বড়ুয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাচাই করে ৪০টি পরিবাবের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, জেলা প্রশাসনের অনলাইনে প্রায় ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন