৩১ বার তোপধ্বনি, জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে মুজিবনগর আম্রকাননে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়।
শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি সূচনা করা হয়। পরে সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী সেখানে উপস্থিত ছিলেন। পরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি পুস্পমাল্য অর্পণ করেন। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এসএম মুরাদ আলি পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মুক্তিযোদ্ধা, মেহেরপুর জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় কৃষকলীগ ও মেহেরপুর জেলা কৃষকলীগ পুস্পমাল্য অর্পণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন