মেহেরপুরের গাংনীতে গৃহবধূ চম্পা খাতুনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রাতে চম্পার পিতা আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, নিহত চম্পা খাতুনের পিতা বাদী হয়ে তার জামাতা পৌর এলাকার পুর্বমালসাদহ গ্রামের জুয়েলকে ১ নাম্বার আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা নং ১১। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ২ টায় গাংনী পৌর এলাকার পুর্বমালসাদহ গ্রামের নিজ বাড়িতে জুয়েল ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে জুয়েলের স্ত্রী নিহত হয়। ঘটনাটি ডাকাতির ঘটনা না পারিবারিক কোলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন