ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সুরক্ষা নিশ্চিত করতে পিপিই প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ডাক্তার-নার্সদের মাঝে এসব পিপিই বিতরণ করেন। ফোরটিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেনের সৌজন্যে এসব পিপিই বিতরণ করা হয়।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রধানদের থেকে করোনা মোকাবিলায় অনেক সচেতন। তিনি দেশের সকল নাগরিকদের সুরক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে মানুষ সচেতন না হওয়ায় বাংলাদেশ আজ করোনা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
অর্ধেকেরও বেশি জেলায় করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা সংক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম