দেশের চলমান করোনা পরিস্থিতিতে কুমিল্লার লাকসামের তিন হাজার গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আবুল কালাম ফাউন্ডেশন ও চৈতি গ্রুপ’। চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালামের ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারের জন্য প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল ১০ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি ও সাবান এক পিস। খাদ্যসামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন মুশু সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আবুল কালাম ফাউন্ডেশন ও চৈতি গ্রুপের এসব খাদ্য সামগ্রী লাকসামের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করেন।
‘আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চৈতি গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, করোনা পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। ইতোমধ্যে তিন হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ