শরীয়তপুরে লকডাউনের তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনে আজ শুক্রবার লকডাউনে জেলার প্রধান সড়ক গুলো দিয়ে যানচলাচল একেবারেই সিমিত রয়েছে। শরীয়তপুরের সাথে অন্যান্য জেলার যোগাযোগের সড়কগুলোর সীমান্তে বসানো হয়েছে চেক পোস্ট।
তবে অভ্যন্তরীন সড়ক গুলোতে অটোরিকসা, ভ্যান চলাচল করতে দেখা গেছে। বাজার গুলোতে প্রতিদিন সকাল ৬ থেকে ১০টা পর্যন্ত উপচে পরা ভির দেখা যায় মানুষের। মানা হচ্ছে না সামাজিক দুরুত্ব। প্রবাসীদের আতঙ্ক শেষে এখন ঢাকা ও নারায়গঞ্জ ফেরতদের নিয়ে আতঙ্কে পরেছে শরীয়তপুরবাসী।
করোনা প্রতিরোধে গত বুধবার সন্ধা ৬ থেকে শরীয়তপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষনা করে গনবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসক। উল্লেখ্য, জেলায় ৫ জন করোনায় আক্রান্ত গোরী সনাক্ত করা হয়েছে। এর আগে গত এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় নড়িয়ার এক বৃদ্ধ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ