নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই।
বুধবার রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন (৪৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে (৪৪) পিছন থেকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলী হোসেন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডেও প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আজ সকাল ১১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনি মারা যান। নিহত আলী আহম্মদ নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি।
বিডি প্রতিদিন/আল আমীন